লতিফিয়া ক্বারী সোসাইটি ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১২:১৭:৩০,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অন্যতম সহযোগী সংগঠন লতিফিয়া ক্বারী সোসাইটি ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা কনফারেন্স হলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। মাওঃ বশির উদ্দিনের সভাপতিত্বে ও হাঃ হুসাইন আহমদের সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সলেন্স এর প্রিন্সিপাল মাওঃ গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।
এ সময় তিনি মাওঃ বশির উদ্দিন কে পুনরায় সভাপতি ও মাওঃ হারুনুর রশীদকে পুনরায় সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যানরা হচ্ছেন সহ সভাপতি – মাওঃ বদরুদ্দোজা, সহ সাধারণ সম্পাদক – মাওলানা সৈয়দ মওদুদ আহমদ আদিল, সাংগঠনিক সম্পাদক-মাওলানা কাজী আব্দুল জলিল, প্রচার সম্পাদক-জাহাঙ্গীর আলম মুজাহিদ,কোষাধ্যক্ষ-মাওলানা আবু বকর মোঃ নূরী,অফিস সম্পাদক -ক্বারী আব্দুল হান্নান, সদস্য- মহি উদ্দীন, আফতাব উদ্দীন, আব্দুশ শাকুর, রেজাউল করিম, হোসাইন আহমদ।
কমিটির উপদেষ্টামন্ডলীতে রয়েছেন মাওঃ ফরিদ উদ্দীন আতহার, হাঃ তরিকুল ইসলাম তোফা,সৈয়দ সুলাইমান আহমদ, মাওঃ ফখরুল ইসলাম,মাওঃ আব্দুল মালিক,মাওঃ মোস্তাক আহমদ।