লন্ডনে বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট্রের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

লন্ডন অফিস
প্রকাশিত হয়েছে : ১১:৪৪:১৯,অপরাহ্ন ১৬ জুন ২০২২যুক্তরাজ্যে বৃহৎ কমিউনিটি সংগঠন বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে মেয়র, এমপি ও বিভিন্ন বারার জনপ্রতিনিধিও বিপুল সংখ্যক, কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বিয়ানীবাজারবাসীর প্রাণবন্ত উপস্থিতিতে উপস্থিতিতে অনুষ্ঠানটি কমিউনিটির একটি বিশাল মিলন মেলায় পরিণত হয়।
গত ১৬ জুন সোমবার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি ব্যাংকুটিং হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট্রের নবনির্বাচিত সভাপতি মঞ্জুরুস সামান চৌধুরী মামুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আকবর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নবনির্বাচিত মেয়র লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেথনালগ্রীন ও বো এলাকার এমপি রুশনারা আলী। আরও বক্তব্য রাখেন বিসিএর প্রেসিডেন্ট এম এ মুনিম, সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবিই, চ্যালেন এসের এমডি তাজ চৌধুরী, টাওয়ার হ্যামলেটের লেবার লিডার কাউন্সিলার সিরাজুল হক, কাউন্সিলার শাফি আহমদ, কাউন্সিলার সুলুক আহমদ, কাউন্সিলার কবির মাহবুব, কাউন্সিলার আহমেদুল কবির, কাউন্সিলার মিরাজ আমিন রহমান, কাউন্সিলার আসমা ইসলাম, কাউন্সিলার বেলাল হোসেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি দিলওয়ার হোসেন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সেক্রেটারি দিলোয়ার হোসেন, জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট মুহিবুর রহমান, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট্রের সাবেক প্রেসিডেন্ট আশেক আহমদ আসুক, কাউন্সিল অব মস্কের সেক্রেটারি হীরা ইসলাম, সংগঠনের ফাউন্ডিং ট্রাস্টি হাবিবুর রহমান ময়না, সাইস্থা চৌধুরী কুদ্দুস, দুলাল উদ্দিন রায়হান, আব্দুল হান্নান, সংগঠনের সিনিয়র ট্রাস্টি নুরুল হক, নুর আহমদ মোস্তফা, নুরুল ইসলাম, হেলাল উদ্দিন, নজরুল ইসলাম নিজাম উদ্দিন, ডক্টর আব্দুল কাদির, আব্দুল হক, আজাদ চৌধুরী এমবিই, আলা উদ্দিন।
অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত ট্রাস্টি মরহুম আব্দুস শাকুর, মকহুম মরতুজ আলী, মরহুম বদরুল হক নজরুল, মরহুম বাবর মিয়া চৌধুরীর পরিবারের সদস্যদের হাতে মরোণত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিয়ানীবাজার ক্যন্সার হাসপাতালের ফরহাদ হোসেন টিপু, সোহাইল খান, তামীমুস সামাদ, যুব সংগঠক তারিফ আহমদ, গ্রান্ড রসই এর পরিচালক সাহেদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট্রের সেক্রেটারি আব্দুল বাছির।
অনুষ্ঠানে সংগঠনের নির্বাচিনের জন্য গঠিত প্রধান নির্বাচন কমিশনার হাবিব রহমান ও নিবাচন কমিশনার ব্যারিস্টার মাসুদ চৌধুরী সংগঠনের নবনির্বাচিত কার্যকরী সদস্যদের সকলের কাছে পরচয় করিয়ে দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নৈশ্যভোজ ও বিলেতের শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্বের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র লুৎফুর রহমান বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট্রের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এমপি রুশনারা আলী বলেন, বিলেতের বাংলাদেশী কমিউনিটিতে প্রবাসী বিয়ানীবাজারবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।