লন্ডনে স্বর্ণের দোকানে কমান্ডো স্টাইলে ডাকাতি : পথচারিদের হাতে আটক ১

লন্ডন অফিস
প্রকাশিত হয়েছে : ৩:৫০:৩৭,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০১৯ওয়েস্ট লন্ডনের শেফার্ড বুশ এলাকায় একটি স্বর্ণের দোকান ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় একজন ডাকাতকে গ্রেফতার করেছে পথচারিরা। স্থানীয় আক্সব্রিজ রোড়ের সুলতান জুয়েলারিতে শনিবার ডাকাতরা প্রথমে কালো রং এর রেঞ্জ রোভার দিয়ে দোকানের গ্লাস ভেঙ্গে প্রবেশ করে। পরে তিন সদস্যের ডাকাত দল দোকানের স্বর্ণালংকার ব্যাগে ভরে পালিয়ে যাওয়ার চেস্টা করে পথচারিরা বাঁধাদেন। এসময় তারা অস্ত্রের ভয় দেখিয়ে ২জন পালিয়ে গেলেও ১জনকে আটক করতে সমর্থ হয় উপস্থিত জনতা। দ্রুত পুলিশ এসে পৌছালে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। আটককৃত ব্যক্তির বয়স ৩৪।
দোকানের অন্যতম মালিক জামাল সারহান বিবিসিকে বলেছেন এসময় তিনি কাস্টমারদের সাথে ভিতরে ছিলেন। একই সময় দোকানের কর্মচারী তার সন্তানসহ উপস্থিত ছিলো। ডাকাতরা প্রবেশ করলে তিনি বলেন, যা ইচ্ছে নিয়ে যাওয়া তবে কারো কোন ক্ষতি করো না।