লন্ডন সফর শেষে দেশে ফিরলেন ভিপি মিজান

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ২:৪০:৪৮,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৯রাজনৈতিক ও পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। সেখানে অবস্থানকালে তিনি বিভিন্ন শহরে দলীয় এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
১১ নভেম্বর সোমবার সকাল দশটায় বাংলাদেশ বিমানের সরাসরি একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে তিনি পৌছেন। বিমান বন্দরে দলীয় নেতা কর্মী ও পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। এ সময় পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এইচ এম এন মালিক ইমন। দলীয় নেতা কর্মীর মধ্যে ছিলেন,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আব্দুল মুমিন,জেলা ছাত্রদলে সিনিয়র সদস্য রিপন আহমেদ ,আশরাফুর রহমান চৌধুরী ময়নু,এ আর জনি চৌধুরী ।