লন্ডন-সিলেট রুটে সপ্তাহে এক হাজার যাত্রী হারাবে বিমান !

লন্ডন অফিস
প্রকাশিত হয়েছে : ২:২৮:৫৯,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০১৯লন্ডন-সিলেট রুটে সপ্তাহে প্রায় ১ হাজার যাত্রী হারাবে বিমান ! ম্যানচেষ্টার ফ্লাইটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ? বিমানের লন্ডন- সিলেট রুটে সপ্তাহে বর্তমানে ৪টি ফ্লাইট। ৪১৯ সীটের বোয়িং ৭৭৭ সরাসরি যাচ্ছে সিলেটে। জানুয়ারী থেকে এই রুটে চলাচল করবে নতুন এয়ার ক্রাফট ড্রিমলাইনার। এর ধারন ক্ষমতা মাত্র ২৭১ সীট। এর ফলে প্রতি সপ্তাহে লন্ডন- সিলেট রুটে ইচ্ছে করেই প্রায় ১ হাজার যাত্রীর সীট সংকট তৈরী করছে বিমান। তখন বিমানে সীট না পেয়ে যাত্রীরা সহজেই বেছে নিবেন অন্যান্য এয়ারলাইন্স। এদিকে বিমানের প্রায় ৭০ ভাগ যাত্রীই লন্ডনের। যেখান থেকে ফ্লাইট মাত্র ৪টি। অথচ মাত্র ৩০ ভাগ যাত্রীর জন্য ম্যানচেষ্টার থেকে চালু হচ্ছে ৩টি ফ্লাইট। এই রুটে বিমানের ব্যবসায়ীক বাস্তবতা নিয়েও প্রশ্ন তুলেছেন লন্ডনের প্রতিষ্ঠিত ট্রাভেল ব্যবসায়ীরা।
জানা যায়, ম্যানচেস্টারে বিমান অফিসের প্রতি মাসের সরাসরি বিক্রয় মাত্র ১৫ থেকে ২০ হাজার পাউন্ডের মতো। যদিও ওই অফিসের খরচই আছে মাসে ১২ হাজার পাউন্ডের বেশি। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এ অফিসটি থেকে অর্থাৎ গত ৪০ বছরের ইতিহাসে অত্যন্ত অলাভজনক কিংবা লোকসানি প্রতিষ্ঠান হিসেবেই পরিচিতি পেয়েছে।
তথ্যসুত্র : ইব্রাহিম খলিল
সিনিয়র রিপোর্টার চ্যানেল এস