লাউয়াছড়ায় বনরুইটিকে ছেড়ে দেওয়া হলো

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৫:৪৯:৫২,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা উদ্ধারকৃত বনরুইটি (চধহমড়ষরহ) মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা প্রাণীটিকে লাউয়াছড়ার জানকিছড়া বিটে অবমুক্ত করেন।
এ সময় মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম আহমেদ, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সঞ্জয় বন্দ ও রফিকুল ইসলাম ছাড়াও স্থানীয় বন কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ. এস. এম. জহির উদ্দিন আকন বলেন, ‘আমাদের দেশের বরেন্দ্র অঞ্চল, পাবর্ত্য চট্টগ্রাম ও লাউয়াছড়ার বনে এক সময় প্রচুর বনরুই দেখা যেত। কিন্তু সময়ের আর্বতনে বন ধ্বংস, জনবসতি স্থাপন, পাচার ও শিকারের কারণে প্রাণীটি হারিয়ে যেতে বসেছে। তাই প্রাণীটি পাচারের বিরুদ্ধে বন বিভাগ শক্ত অবস্থান নিয়েছে।’