লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

লাখাই প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৮:১৭:২২,অপরাহ্ন ০৪ আগস্ট ২০২২লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ জনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অবৈধভাবে চিপস তৈরির জন্য ‘নয়ন চিপস’ নামক প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দোকানে থাকা ৪৮০০ প্যাকেট চিপস ধ্বংস করা হয়।
এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দুইজন ব্যক্তিকে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন লাখাই থানার একদল পুলিশ সদস্য।