লাখাইয়ে সিঁধ কেটে লক্ষাধিক টাকা চুরি, ১২ ঘন্টা পর চোর আটক

লাখাই প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৩:২৫:৫৮,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০২২হবিগঞ্জের লাখাইয়ে রাতের আঁধারে সিঁধ কেটে এক বৃদ্ধার নগদ ১লক্ষ ২০ হাজার টাকা চুরি করে নেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার ১২ ঘন্টা পর সিঁধেল চোর আনিছ মিয়াকে (১৭) টাকাসহ আটক করে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। ঘটনায় জড়িত জোবায়েদ মিয়া (২৫) নামে আরেকজন পলাতক রয়েছে।
জানা যায়, গত সোমবার রাত আনুমানিক ৩ টায় উপজেলার ১ নং ইউনিয়নের বাঙালপাড়াহাটির স্বামী পরিত্যক্তা দৃষ্টিপ্রতিবন্ধী।
নয়নতারা বেগমের ঘরে রাতের আঁধারে সিঁধ কেটে কৌটায় রাখা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায় একই গ্রামের আনছর আলীর ছেলে আনিছ মিয়া ও জহুর আলীর ছেলে জোবায়েদ মিয়া। এসময় দৃষ্টিপ্রতিবন্ধী নয়নতারা বেগমের ভাইয়ের স্ত্রী টের পেয়ে যায় এবং এক চোরকে জাপটে ধরে। পরে চোর হাত ফসকে পালিয়ে যায়। তবে তিনি তাকে চিনতে সক্ষম হন। ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে আনিছ মিয়ার বাড়িতে পুলিশ নিয়ে তারা যায়।
পুলিশ রাতে সন্দেহভাজনের বাড়িতে যাওয়ার আগেই সিঁধেল চোর আনিছ মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের সন্দেহ তীব্র হলে কয়েকজনের সহায়তায় আনিছ মিয়াকে পরদিন বটতলা নামক স্থান থেকে সুকৌশলে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনিছ মিয়া টাকা চুরির কথা স্বীকার করে এবং তার তথ্যের ভিত্তিতে আরেক অভিযুক্ত জোবায়েদ মিয়ার বাড়ি ও তার কাছ থেকে নগদ ১ লক্ষ ৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
লাখাই স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান,মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকাল ৩ টায় তাকে সু্কৌশলে আটক করে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সে টাকা নেওয়ার কথা স্বীকার করে ও বের করে দেয়। তবে ১১ হাজার টাকা নিয়ে পালিয়েছে অপর অভিযুক্ত জোবায়েদ মিয়া।
তাদের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে এবং গ্রাম্য সালিশে মুচলেকা দেওয়ার প্রমানও রয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।