লামাকাজিতে বিডিএমএম ও স্বজন গ্রুপের ডেউটিন বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ৯:১৪:০৮,অপরাহ্ন ১১ জুলাই ২০২২সিলেটের লামাকাজিতে বন্যা কবলিত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ পুননির্মাণের জন্য ডেউটিন ও আলপিন বিতরন করে বিডিএমএম ও স্বজন গ্রুপ। আজ ১১ জুলাই (সোমবার) সকালে উক্ত ডেউটিন বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।
ডেউটিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বজন গ্রুপের পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক আলেমে দ্বীন নুরুল হক ভূইয়াঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের মেধাবী ছাত্র ও ছাত্রনেতা ফয়ছল আহমদসহ অত্র ইউনিয়নের বিশিষ্ট জনেরা।
প্রধান অতিথির বক্তব্যে নরুল হক ভূইয়াঁ বলেন, বিডিএমএম ও স্বজন গ্রুপ সকল প্রাকৃতিক দুর্যোগে আর্ত-পীড়িত মানুষের পাশে থাকে। সমাজের দরিদ্র-অসহায় মানুষের কল্যাণে কাজ করে থাকে তারই অংশ হিসেবে আজ আমরা আমাদের স্বাধ্যনুযায়ী আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও আপনারা আপনাদের পাশে আমাদের পাবেন।
ছাত্রনেতা ফয়ছল আহমদ বলেন, বিডিএমএম ও স্বজন গ্রুপকে ধন্যবাদ জানাই আমাদের এলাকায় বন্য্য ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে আসার জন্য। বিডিএমএম হচ্ছে মালয়েশিয়া অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম বড় কমিউনিটি যার কাজ হচ্ছে মালয়েশিয়া অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দ্বীনের দাওয়াতি কাজ করা, ইতিমধ্যে বিডিএমএম ও স্বজন গ্রুপ গ্রুপ লামাকাজী ইউনিয়ন সহ সিলেট বিভাগে তাদের সামর্থ্য অনুযায়ী বানভাসি মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি বিডিএমএম ও স্বজন গ্রুপের প্রত্যেক সদস্যদের মঙ্গল কামনা করেন ও তাদের জন্য দোয়া করেন। মানুষ বন্যা পরবর্তীতে চরম দুঃসময় অতিক্রম করছে। তাদের এই দুঃখ দুর্দশা অবর্ণনীয়। সামর্থ্যের আলোকে সবাইকে এই সব ক্ষতিগ্রস্হ মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি বন্যা পরবর্তী পুনর্বাসনের প্রতি নজর দেওয়ার আহবান জানান।