লুটেরা দুর্বৃত্তরা সমাজের নেতা হয়েছে

হান্নান মিয়া
প্রকাশিত হয়েছে : ৭:০৫:৩৪,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৯কথায় কথায় রক্ত দেওয়া রক্ত নেওয়ার কথা আজ বলি
এ যেন আজ আমাদের প্রত্যহ সহজ বুলি।
রক্তের খেলা মাথায় তাই রক্তের খেলা খেলি
কঠিন কঠিন ভাষাগুলো হয়েছে মুখের বুলি।
সহজ ভাষার সদাচরণ গেছি আমরা ভুলি
সরল সহজ হৃদয় খানি হয়েছে পাষাণ বেদী
উবে গেছে সাত সাগরে মানবতার বুলি।
সুখস্মৃত সুদূর অতীত গল্প কাব্যে শুনি
ভাবের জগতে বিষ ঢুকেছে চোখের মধ্যে ছানি
জ্ঞান হারিয়ে জ্ঞানীরা হয়েছে অজ্ঞানী।
বাঙ্গালীর ঐ আতিথেয়তা সিকেয় উঠেছে
পরমত আর সহিষ্ণুতার মৃত্যু ঘটেছে।
লুটেরা দুর্বৃত্তরা সমাজের নেতা হয়েছে
অতীতের মিত হারিয়ে সমাজ পথে বসেছে।
সমাজের সর্বত্র আজ পচন ধরেছে
পচন থেকে বাঁচতে সংস্কারের প্রয়োজন হয়েছে।
মরণপণ লড়াইয়ে নেত্রী পণ করেছে
দুর্নীতি মুল উচ্ছেদে নেত্রী জেহাদে নেমেছে।
সফল তুমি হবে নেত্রী সফল তোমার কাম
স্বর্ণাক্ষরে লিখা থাকবে ইতিহাসে নাম।