লেবাননে প্রবাসী বাংলাদেশী মহিলা শ্রমিকের মৃত্যু

হেলাল আহমদ,লেবানন থেকেঃ
প্রকাশিত হয়েছে : ৪:৫৪:৫৩,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯লেবাননের আলজিয়া নামক স্থানে মঙ্গলবার ৪০ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশী মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে । তিনি নারায়ণগঞ্জ জেলার বালিয়া পাড়া গ্রামের জয়নাল আবেদীন ভূঁইয়ার স্ত্রী। মাতার নাম নূরজাহান বেগম।
জানা যায়, দেলোয়ারা বেগম প্রায় ৭ বছর পূর্বে গৃহকর্মীর ভিসায় লেবাননে আসেন। প্রতিদিনের মতো কাজ থেকে বাসায় ফিরে শারীরিকভাবে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মুমুর্ষ অবস্থায় পরে হাসপাতালে নিলে চিকিৎসক জানান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধের কারণে তার মৃত্যু হয়েছে। বর্তমানে তার মৃতদেহ আলজিয়া হাসপাতালের হিমঘরে রাখা আছে। এদিকে তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরিবারের পক্ষ থেকে লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য দূতাবাসের প্রতি আকুল আবেদন জানানো হয়েছে।