শহীদ সুলেমান বৃত্তির ফল প্রকাশ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৮:১৮:৪২,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০২২সিলেটের দক্ষিণ সুরমার জাতীয় শিশু কিশোর সংগঠন আনন্দ খেলাঘর আসর আয়োজিত শহীদ সুলেমান স্মৃতি মেধা ভিত্তিক ৩৯ তম প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২২ এর ফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় যথাক্রমে ৪৯ জন ও ৩৬ জন ছাত্রছাত্রী বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়েছে।
প্রাথমিকে যারা বৃত্তি পেল এ-প্লাস চারজন। যথাক্রমে-ঃ ২২৩০১, ২২১৯৬, ২২১৭৩, ২২১৭৫ ।
এ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত যথাক্রমে- ২২২৯০, ২২৩০৩, ২২৩০২, ২২২৪৯, ২২৩০৫, ২২২৮৯, ২২১৭৯, ২২১৮০, ২২৩০৪, ২২১৭৪, ২২১২৯, ২২১৮১।
মাইনাস এ- ২২৩০৬, ২২১২৮, ২২২৪৮, ২২১৩০, ২২২৯১, ২২৩৪৫, ২২১৩৪, ২২৩১০, ২২১৩২, ২২২১২, ২২৩০৯, ২২২৮৬, ২২১৫৬, ২২১১২, ২২২৭৬, ২২১২১, ২২১১১, ২২১৭৮, ২২৯০১, ২২১৮২, ২২৩২২, ২২৩০৮, ২২৮৮৮, ২২১৩১, ২২৮৯৬, ২২৩১৭, ২২১০১, ২২১৮৩, ২২৮৯৯, ২২১২৩, ২২২৩১, ২২৮৯৭, ২২২১৮।
জুনিয়র বৃত্তিপ্রাপ্তরা হলো- এ প্লাস ১ জন ২২৬০২।
এ গ্রেড প্রাপ্ত ৩ জন যথাক্রমে- ২২৬৫৪, ২২৬৫৬, ২২৬৫১।
মাইনাস এ- গ্রেড প্রাপ্তরা হলো- ২২৬৫৯, ২২৬২২, ২২৬৮৬, ২২৬৩২, ২২৬২৯, ২২৭৫৭, ২২৬৫৫, ২২৬২৩, ২২৬৬৩, ২২৬২১, ২২৬০৮, ২২৬০৬, ২২৬১৯, ২২৯০৫, ২২৭২৫, ২২৬৫৮, ২২৬৫৭, ২২৭২৬, ২২৬৬০, ২২৯২৫, ২২৯২৬, ২২৬৬৫, ২২৭৬৪, ২২৮৪৩, ২২৬৬৬, ২২৬২০, ২২৭০৯, ২২৭৫৫, ২২৯২৪, ২২৬৬৪, ২২৮৮২, ২২৯৩৫।
বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় নগরীর দরগা গেইটস্থ শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য বৃত্তি পরিচালনা কমিটির সচিব বিশেষ অনুরোধ করেছেন।