শাবির ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে ৪২ প্রতিযোগী

শাবি প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১:২৫:০৯,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এবছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪২ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে কমিটি সুত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘বি’ ইউনিটে ১০০ টি সংরক্ষিত আসনসহ মোট ১৭০৩ টি আসনের বিপরীতে এ বছর আবেদন করেছেন মোট ৭০ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী। এর মধ্যে এ-ইউনিটের ৬১৩ টি আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭ জন এবং বি-ইউনিটের ৯৯০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন মোট ৪৩ হাজার ৫১৯ জন শিক্ষার্থী। এর মধ্যে বি১-ইউনিটের জন্য ৪০ হাজার ৫৫৬ জন ও বি২-ইউনিটের জন্য ২ হাজার ৯৬৩ জনের আবেদন জমা পড়েছে।
এছাড়া ১০০ টি আসন মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী, পোষ্য, বিকেএসপি, প্রতিবন্ধি ও চা শ্রমিক সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। আগামীকাল শনিবার সকাল সাড়ে ৯টায় এ-ইউনিট ও দুপুর ২ টা ৩০ মিনিটে বি-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট admission.sust.edu থেকে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস জানা যাবে।