শাল্লায় শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ

শাল্লা প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৯:৩১:১৭,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০১৯শাল্লায় হবিবপুর ইউনিয়নের পুটকা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কাজল রানী দাসের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দিজেন্দ্র দাসসহ সাত সদস্য স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ ২২ অক্টোবর উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর প্রদান করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে দীর্ঘ দিন যাবৎ মাসে ৩ থেকে ৪ দিন বিদ্যালয়ে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যায় কাজল রানী দাস। এর পরও তিনি কি করে বেতন নেন। শুধু তাই নয় সরকারি বরাদ্দ আত্মসাৎ, বিদ্যালয়ের মালামাল তার নিজ বাড়িতে রাখাসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে উল্লেখ রয়েছে অভিযোগে। ইতিপূর্বে উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরীর নিকট মৌখিক অভিযোগ করা হলে কাজল রানী দাস ক্ষিপ্ত হয়ে সভাপতি দিজেন্দ্র দাসকে হুমকি দিয়ে বলেন, অভিযোগ যখন দিয়েছ এখন আর এক দিনও বিদ্যালয়ে যাব না।বেতনও নিব। যা পারিস তাই করিস।
অভিযোগে আরো বলা হয়েছে বিদ্যালয়ের জন্য ইউনিয়ন কর্তৃক বরাদ্দকৃত ২টি কেরাম বোর্ডের মধ্যে একটি কাজল রানী দাস তার বাসায় রেখেছেন। স্লীপের টাকাসহ কাজল রানী দাস বিভিন্ন প্রভাব কাটিয়ে আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে সভাপতি দিজেন্দ্র দাসসহ গ্রামবাসী অনেকেই বলেছেন বিদ্যালয়ের অবস্থা নাজুক। শিক্ষিকা কাজল রানী দসকে বার বার বলার পরও কাজ হয়নি। তাই নিরুপায় হয়ে অভিযোগ করেছেন বলে জানান তারা। ওই ইউনিয়ন চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল বলেন আমি নিজেই সঠিক ভাবে বিদ্যালয়ের কার্যক্রম পরিচানার জন্য বহু বার চেষ্টা করেও বিফল হয়েছি। শিক্ষিকা কাজল রানী দাস দাপটের সহিত তার ইচ্ছা মাফিক কাজ করছে।
এনিয়ে শিক্ষিকা কাজল রানী দাসের সাথে কথা হলে কেরাম বোর্ডেটি তিনি নিজ বাসায় রেখেছেন শিকার করে বলেন, অভিযোগকারীগণ সব সময় তার বিরোধিতা করছেন। অভিযোগের অনেক কিছুই সত্য নয় বলে জানান।
এব্যাপার শিক্ষা অফিসার দীন মোহাম্মদের সঙ্গে কথা হলে অভিযোগের সত্যতা শিকার করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।