শিক্ষার্থী ও অভিবাবকরা আমাদের সিলেটের মেহমান, সেদিকে খেয়াল রাখবেন

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:১৪:৫৫,অপরাহ্ন ২৬ অক্টোবর ২০১৯২৬/১০/১৯ইং তারিখ শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাএছাএী এবং সাথে থাকা সকল অভিবাবকরা আমাদের সিলেটের মেহমান। তাই আমি বিশেষ করে সিলেটের সকল পরিবহন মালিক/চালক এবং সকলপ্রকারের হোটেল ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি,মূলত আপনাদের দ্বারাই আমাদের মেহমানগন সবচেয়ে বেশি উপকৃত হবে আশা করি।
তাই দয়া করে কোনভাবেই যাহাতে পরীক্ষার্থীদের কাছ থেকে কোনপ্রকার অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন।
আমাদের মনে রাখতে হবে এই পরীক্ষার্থীরাই কিন্তু আগামীর বাংলাদেশ।
আর আমরা সিলেটে যারা ব্যক্তিগত চার চাকার গাড়ি ব্যবহার করি অন্তত ২৬ তারিখে যদি বিশেষ প্রয়োজন ছাড়া আমরা গাড়িটি সিলেট শহরের রাস্তায় বাহির না করি আমার মনে হয় মেহমানরা কিছুটা হলেও উপকৃত হবেন। তাছাড়া ঐদিন আমরা আমাদের ব্যক্তিগত মোটরসাইকেল দিয়েও পরীক্ষার্থীদের সহযোগীতায় এগিয়ে আসতে পারি।
সর্বোপরি সিলেটের মেহমানদের সর্বাত্মক সহযোগীতার লক্ষ্যে ডিসি ফয়সাল মাহমুদ স্যার, এডিসি নিকুলিন চাকমা স্যার, এডিসি জ্যোতির্ময় সরকার স্যারের নেতৃত্বে আমরা সিলেট মেট্রপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সর্বদা প্রস্তুত আছি ।
আবুবকর শাওন