শুক্রবার বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

বালাগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১:৫৬:৫৩,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০১৯শুক্রবার সিলেটের বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। দীর্ঘ ১৫বছর পর উপজেলা আওয়ামী লীগের এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দায়িত্ব বন্টন করা হয়েছে বিভিন্ন উপ-কমিটি গঠনের মাধ্যমে।
শুক্রবার বিকালে উপজেলা সদরস্থ এমএ খান অডিটোরিয়ামে উক্ত সম্মেলনের উদ্বোধন করবেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান। প্রধান অতিথি থাকবেন কেন্দ্র্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি বদর উদ্দিন কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক। প্রধান বক্তা থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
সম্মেলনে সভাপতিত্ব করবেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। উপস্থাপনায় থাকবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া।