শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালন করেছে যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগ

আব্দুল হামিদ নাছার,লন্ডন:
প্রকাশিত হয়েছে : ৪:৩২:০৮,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগ।
গতকাল বুধবার বিকেল চারটায় যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের অফিসে সংগঠনের ভারপ্রাপ্ত সভানেত্রী আনজুমান আরা আনজুর সভাপত্বিতে সাধারণ সম্পাদক মুসলিমা শামস বনির সঞ্চালনায় আলোচনা সভা দোয়া মাহফিলে বক্তব্য রাখেন যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহসভাপতি হোসনা মতিন,সহসভাপতি নিলুফা আক্তার,যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইফফাত আরা রোজী,সাংগঠনিক সম্পাদক, রাজীয়া রহমান,প্রমুখ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৬৪ সালে তিনি ধানমন্ডির ৩২ নম্বর বাসায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকদের বুলেটে পরিবারের অন্যান্যদের সঙ্গে নিহত হন শিশু শেখ রাসেল। মৃত্যুকালে তিনি ইউনিভারসিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
বঙ্গবন্ধু্ শেখ মুজিবুর রহমান এবং শিশু শেখ রাসেল ও তাঁর পরিবারের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আনজুমান আরা আনজু।