শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন বালাগঞ্জের আব্দুল জব্বার

বালাগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১০:০১:৪০,অপরাহ্ন ২৬ অক্টোবর ২০১৯বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদরাসা তিলকচানপুর-আদিত্যপুর, এর অধ্যক্ষ মোঃ আব্দুল জব্বার চৌধুরী “শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন এ্যাওয়ার্ড ২০১৯” পেয়েছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য এ্যাওয়ার্ড প্রদান করে কর্তৃপক্ষ তাঁকে এই সম্মাননা দিয়েছেন।
২৫ অক্টোবর শুক্রবার ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। মাওলানা আব্দুল জব্বার চৌধুরী জকিগঞ্জ উপজেলার বাদে দেওরাইলের অন্তর্গত এওলাসার গ্রামের বাসিন্দা।
এই ব্যাপারে মাওলানা আব্দুল জব্বার চৌধুরীর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, প্রথমে আমি আল্লাহর শোকরিয়া আদায় করছি। আমাকে এই সম্মানে ভুষিত করায় এওয়ার্ড প্রধান কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মাদরাসা গভার্ণিংবডি, শিক্ষকবৃন্দ ও মাদসারা এলাকার সবার প্রতি। সবার উৎসাহ ও ভালাবাসায়ই আমি এই সম্মানে ভুষিত হয়েছি এই সম্মাননা আমার নয় আমার প্রতিষ্ঠানের।
অনুষ্ঠানে সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে