শ্রীমঙ্গলে কলেজ পড়ুয়া তিন শিক্ষার্থীর উদ্যোগে লার্নার্স গ্রুপের উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৩:৩৫:৪৪,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৯মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলেজ পড়ুয়া তিন শিক্ষার্থীর উদ্যোগে ‘‘শিখবো শেখাবো’’ এই প্রতিবাদ্য বাক্য নিয়ে লার্নার্স গ্রুপ নামে একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বরর) কলেজ রোডস্থ প্রেসক্লাবের বিপরীতে জনতা প্রেসে কেক ও ফিতা কেটে এর শুভ উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজার, সাধারন সম্পাদক উজ্জল দাস, এশিয়ান টিভির প্রতিনিধি এস.কে.দাস সুমন, দৈনিক করতোয়ার প্রতিনিধি আব্দুস শুকুর, আনন্দ টিভির প্রতিনিধি তোফায়েল পাপ্পু, সমাজসেবী নাছিমা আক্তার, এভারেষ্ট কোচিং এর পরিচালক বিজয় চন্দ্র দাস, লার্নার্স গ্রুপের পরিচালক আল আমিন ও বর্ষন পাল প্রমুখ।