শ্রীমঙ্গলে গৃহবধূকে হত্যা করে পালিয়ে গেল স্বামী

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ৯:৩২:০০,অপরাহ্ন ১৮ জুলাই ২০২২মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক প্রবাসী গৃহবধূর লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল পুলিশ। সোমবার (১৮ জুলাই) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রাম থেকে আকলিমা বেগম (২৬) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহত আকলিমা মাধবপাশা গ্রামের আবুল কাশেমের মেয়ে ও মধ্যপ্রাচের কাতারে থাকতেন বলে পরিবারিক সূত্রে জানা গেছে। এ ঘটনার পর থেকে আকলিমার স্বামী পারভেজ মিয়া পলাতক রয়েছেন।পারভেজ কুমিল্লা জেলার কচুয়া উপজেলার চকরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুড় বাড়িতে বসবাস করতেন।
আকলিমা বেগমের চাচাতো ভাই রুবেল মিয়া জানান, আকলিমা ও পারভেজ তারা দুজনই সৌদি আরবে ছিলেন। সেখানে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিগত চার বছর আগে সৌদি আরবে আকলিমা ও পারভেজ বিয়ে করেন।
তিনি আরও জানান, সৌদি আরব থেকে আকলিমা ও পারভেজ দুজনই দেশে চলে আসেন। কিছুদিন দেশে থাকার পর পারভেজকে বাড়িতে রেখে আকলিমা কাতারে চলে যান। সেখানে ১৮ মাস চাকরি করে গত ১৫ জুলাই দেশে ফিরেন। দেশে ফেরার পর কাতার থেকে পাঠানো টাকার হিসাব চান আকলিমা স্বামী পারভেজের কাছে। পারভেজ সব টাকা খরচ করে ফেলেছে বলে আকলিমাকে জানায়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিনই ঝগড়া হতো। রোববার রাতেও তারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আকলিমার চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে বলেও জানান তিনি।
আকলিমার প্রতিবেশী আলমগীর মিয়া জানান, আকলিমার মা সকালে এসে দেখে তাদের ঘরের দরজায় তালা দেয়া। পরে তালা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পান আকলিমার লাশ পড়ে আছে। আকলিমার মা’র চিৎকার শুনে তারা তাদের বাড়িতে গিয়ে পড়ে পুলিশকে খবর দেন।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে সকাল ৯ টায় আকলিমার লাশ উদ্ধার করেছেন। তিনি জানান, আকলিমার গলায় রক্ত জমাটের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।