শ্রীমঙ্গলে মানবাধিকার সাংবাদিক ফোরামের কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৮:৩৫:১৮,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএসএসএফ) এর আয়োজনে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষক হিসেবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন- খায়রুজ্জামান কামাল, ফারজানা নাদিয়া, আব্দুল্লাহ আল মোহন ও সালিম সামাদ। প্রোগ্রামের সমন্বয়কারী হিসেবে ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী।
এছাড়া উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সহ- সভাপতি সৈয়দ মহসীন পারভেজ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাহেল, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ- সভাপতি প্রণিত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নুরুল মোহাইমিন মিল্টন, চ্যানেল২৪ প্রতিনিধি এম এ হামিদ, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, বাংলা ট্রিবিউন প্রতিনিধি সাইফুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি হুসাইন আহমদ, ওমর ফারুক নাঈম প্রমুখ।
কর্মশালায় জেলা ও উপজেলার বিভিন্ন ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।