শ্রীহট্ট সাহিত্য সংসদের ঈদ পুনর্মিলনীতে প্রাণবন্ত আড্ডা

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৬:৪৬:০৩,অপরাহ্ন ০৮ মে ২০২২গল্প, কবিতা আবৃত্তি আর সংগীতের সুর উচ্ছাসের আনন্দ ধারায় মেতে ওঠেছিলেন শ্রীহট্ট সাহিত্য সংসদের সদস্যরা। তাদের মেলবন্ধনে শ্রীহট্ট সাহিত্য সংসদের সহসভাপতি ও থিয়েটার পাঠশালার সম্পাদক ইমরান হোসেনের বৈঠকখানায় জমেছেিল মন্ত্র মধুর আলাপন আড্ডা।
ঈদ পুনর্মিলনী উপলক্ষে শ্রীহট্ট সাহিত্য সংসদ শুক্রবার (৬ মে) সন্ধ্যায় ‘আমাদের সাহিত্যে পথচলা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।
মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার মিলনস্থল শেরপুরের চেনামুখগুলোর উপস্থিতি, খোশ-গল্প আর কবিতা গানে এই সন্ধ্যা বর্ণাঢ্য মুক্ত মত প্রকাশের আড্ডায় রূপ নিয়েছিল। উপস্থিত সকলে বিভিন্ন শ্রেণি-পেশায় যুক্ত থাকলেও প্রত্যেকেই ওই সাহিত্য সংসদের কার্যক্রমের সাথে সম্পৃক্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীহট্ট সাহিত্য সংসদের সভাপতি ও সমকাল মৌলভীবাজার জেলা প্রতিনিধি কবি নূরুল নাভেদ। এতে প্রধান আলোচক হিসেবে অংশ নেন সাহিত্যিক, আবৃত্তিশিল্পী ও শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব।
আলোচনা, গান আর আবৃত্তিতে অংশ নেন, সংস্কৃতিকর্মী আব্দুস সামাদ আজাদ, মঞ্চ নাটকের চেনা মুখ যাদব সূত্রধর, সাবেক ইউপি সদস্য মসহুদ রানা, শ্রীহট্ট সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি ও নাট্যকার ইয়াসীন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল হোসেন, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ইঞ্জিনিয়ার ইয়াহিয়া হোসেন (বাবু), সামাজিক ব্যক্তিত্ব মোঃ রাশেদ হোসেন, সাদিপুর ইউপি যুবলীগের সভাপতি সৈয়দ মাকিদ আহমেদ, সাদিপুর ইউপি যুবলীগের সহ সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ টিপু, সাংবাদিক জুয়েল আহমদ, সাংবাদিক মোঃ ফাহাদ আহমদ, শ্রীহট্ট সাহিত্য সংসদের শুভাকাঙ্খী শিশু বন্ধু ফারহান ইসলাম প্রমুখ।