সহকারী শিক্ষক সমিতি জৈন্তাপুর উপজেলার আহবায়ক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশিত হয়েছে : ৬:৪৩:৫২,অপরাহ্ন ০১ আগস্ট ২০২২সহকারী শিক্ষক সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৩১ জুলাই) সিলেট জেলা কমিটির মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিলেট জেলাধীন জৈন্তাপুর উপজেলার বর্তমান কার্যকরী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত করে জেলার পক্ষ থেকে ৫সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি ও উপজেলা থেকে ১৩ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে বিজেন দেবকে আহবায়ক ও বুরহান উদ্দিনকে সদস্য সচিব করা হয়।
অন্যরা হলেন, যুগ্ম-আহবায়ক মোঃ জাকারিয়া, ফখরুল আলম, আলমগীর হোসেন, সদস্য ফখরুল ইসলাম, কমলেন্দু চক্রবর্তী, সুমন চন্দ্র দেব, ছয়ফুল আলম, চিন্ময় চক্রবর্তী, মাহবুবুল আলম, কৃষ্ণ বিশ্বাস, মোঃ আলমগীর।
সমন্বয়ক কমিটির সদস্যরা হলেন, প্রমথেশ দত্ত সভাপতি জেলা কমিটি, সহ সভাপতি বাবুল কান্তি দাস, আব্দুল হালিম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শিবলু।
উক্ত আহবায়ক কমিটি জেলা সমন্বয় কমিটির সাথে যোগাযোগ রেখে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটির নিকট প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেন।