সাদেক হোসেন খোকার মৃত্যুতে ইলিয়াস পত্নী লুনার শোক

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ১০:৪৫:০০,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৯বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, অভিব্যক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় লুনা বলেন, সাদেক হোসেন খোকার রাজনৈতিক জীবন অনেকটাই ইতিহাস। রাজনীতির গভীর থেকে গভীরে পথ চলেছেন তিনি। আমৃত্যু কাজ করেছেন সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।
সিসিক মেয়র বলেন, সাদেক হোসেন খোকার মৃত্যু দেশের জন্য বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি’র জন্য বিশাল ক্ষতি। এ ক্ষতি সহজে পূরণ হবার নয়। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।