সারসপুর মাদরাসার ঈদে মিলাদুন্নবী সা. র্যালি

সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ১০:৩৪:১১,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৯১২ রবিউল আউয়াল (১০ নভেম্বর) রবিবার দারুল কোরআন হাফিজিয়া দাখিল মাদরাসা (সারসপুর-খুজগীপুর) এর পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মুবারক র্যালি সম্পন্ন হয়েছে। বিরূপ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে এলাকার শতশত নবী প্রেমিক জমায়েত হতে থাকে মাদরাসা ময়দানে সকাল ১০ ঘটিকায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফফার বকুলের সভাপতিত্বে ও হযরত শাহজালাল লতিফিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শ.ম. জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত র্যালিপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা বরেণ্য আলিমেদ্বীন, লতিফিয়া কারী সোসাইটি বালাগঞ্জ উপজেলার মোহতারাম সভাপতি হযরত মাওলানা ছালেহ আহমদ (সারসপুরী)
তিনি তার বক্তব্যে বলেন আজ ঈদে মিলাদুন্নবী সা. আমাদের জন্য আনন্দের দিন বিশ্বের মুসলমানদের উপর দয়াকরে এইদিনে মহান আল্লাহ তার হাবিব রাহমাতুল্লিল আলামিনকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে এইদিনটিকে আমাদেরও উচিৎ এইদিনটিকে বিভিন্ন মহৎ কাজের মাধ্যমে উদযাপন করা। মিলাদুন্নবী সা. পালনের মাধ্যদিয়ে আমরা নবীপাকের আশিক উম্মতের নিদর্শন প্রকাশকরে আল্লাহ মকবুলিয়ত অর্জন করতে পারব আমার বিশ্বাস আপনাদের একষ্ট বিফলে যাবেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার বাজার মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ রফিক আহমদ, আরো বক্তব্য রাখেন মাও. খলকুজ্জামান, মাও. শরিফ আহমদ, খন্দকার আলী আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরম আলী মেম্বার, মাহমদ আলী, কওছর আহমদ, শাহ সেবুল আহমদ, জনাব আব্দুল মজিদ, শাহ ছালিক মিয়া, সিরাজ উদ্দিন আখতার, মাও. নওশাদ আহমদ, জনাব মহি উদ্দিন গালিব, জাহেদ আহমদ, মাও. আব্দুল কাইয়ূৃম, হাফিজ আলী হোসেন, ডা. আহমদ আলী, বাবুল মিয়া, লুকমান আহমদ, ইরা মিয়া আব্দুল হক, জুবের আহমদ, হাফিজ জামিল আহমদ, হাফিজ আরিফ বিল্লাহ, কামরুল ইসলাম, শাহ মকদ্দস আলী, মছদ্দর আলী প্রমুখ।
দুপুর ১২ঘটিকায় প্রধান অতিথি মাওলানা ছালেহ আহমদ, মোনাজাতের মাধ্যমে র্যালির উদ্ভোধন করেন মাদরাসা ক্যাম্পাস থেকে শুরুহয়ে সারসপুর, নলজুড়, আজিজপুর বাজার, দোহালিয়া, ফুলতৈল, খুজগীপুর প্রদক্ষিণ করে মাদরাসা এসে শেষ হয় শতশত ছাত্রজনতা, নবীপ্রেমিক মুসল্লিয়ান বৃষ্টিতে ভিজে সালত সালাম নাশিদ পাঠের মাধ্যমে র্যালিকে সফল করেন এতে নেতৃত্ব প্রদানকরেন মাদরাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। যোহরের নামাজের পরে মিলাদ ও শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষহয় মোনাজাত পরিচানলা করেন হাফিজ রফিক আহমদ।