সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

সুরমা নিউজ:
প্রকাশিত হয়েছে : ১১:২৭:১৯,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯
বিদ্যুতের সরবরাহ ব্যবস্থার উন্নয়ন কাজের জন্য আজ শুক্রবার (২৫ অক্টোবর) সিলেট নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ সিলেটের নির্বাহী প্রকৌশলী পারভেজ আহমদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুতের সরবরাহ ব্যবস্থার উন্নয়ন কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর জিন্দাবাজার বারুতখানা, হাওয়াপাড়া, জেলরোড, নাইওরপুল, ঝর্নারপাড়, কুমারপাড়া, শাহী ঈদগাহ, রামকৃষ্ণ মিশন, কাজিটুলা, নয়াসড়ক প্রভৃতি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বিজ্ঞপ্তি