সিলেটের ১০ পারা হাফিজ তারেকের দু’টি কিডনীই বিকল, লন্ডনে চ্যারিটি সোমবার

লন্ডন অফিস
প্রকাশিত হয়েছে : ১১:৪৬:০৯,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০১৯সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার দারুল উলুম ইসলাম বাজার হাফিজিয়া মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ছাত্র মোঃ তারেক আহমদ দু’টি বিকল কিডনি নিয়ে এখন মৃত্যুর প্রহর গুনছে। তারেক উপজেলার পানিশাইল গ্রামের মৃত শামসুল মিয়ার ছয় সন্তানের মধ্যে একমাত্র ছেলে। তার বৃদ্ধা মা নেহার বেগমের সাথে কথা বলে জানা গেছে, তারেক আহমদ এ পর্যন্ত কুরআনের ১০ পারা হিফজ সম্পন্ন করেছে। কিন্তু গত রমজান মাসে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে। পরে বিশেষজ্ঞ ডাক্তারদের শরনাপন্ন হলে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার দু’টি কিডনি বিকল হয়ে গেছে।
বর্তমানে তার চিকিৎসা করাতে মোটা অংকের টাকার প্রয়োজন। কিন্তু পরিবারের আর্থিক কোনো সামর্থ নেই। এতিম এই অসহায় পরিবারে সে ছাড়াও তার আরো পাঁচটি বোন রয়েছেন। সহায়-সম্বল বলতে তাদের কিছুই নেই। তার বৃদ্ধা মা এবং বোনেরা দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে পরিবারের একমাত্র পুত্র সন্তানকে বাঁচাতে সহায়তা করার জন্য আকুল আবেদন জানিয়েছেন। তার মা নেহার বেগম বলছেন, সহায়তা পেলে ছেলের জন্য তিনি তার নিজের একটি কিডনি প্রদান করবেন।
এ অবস্থায় দেশ-বিদেশে অবস্থানরত হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। সমাজের হৃদয়বান ব্যক্তিরা যদি তারেক আহমদের দিকে একটু নজর দেন তাহলে আল্লাহর রহমতে হয়তো সে সুস্থ হয়ে উঠবে। উল্লেখ্য, আগামী ২১ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭টায় হোয়াইটচ্যাপেল রোডস্থ সোনারগাঁ রেস্টুরেন্টে হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের সহযোগিতায় এক চ্যারিটি ডিনারের আয়োজন করেছেন যুক্তরাজ্যে বসবাসরত ফেঞ্চুগঞ্জের কয়েকজন ব্যক্তি। এতে হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসতে আহবান জানানো হয়েছে। তবে কেউ সাহায্য করতে চাইলে নিম্নের ব্যাংক হিশাব কিংবা বিকাশ নম্বরেও যোগাযোগ করতে পারবেন।
মোবাইল ও বিকাশ নাম্বার- ০০৮৮ ০১৭০৩৭৬১১১২
হিসাব নং- Chameli Aktar Munna
A/C No – 080211100122439
Uttara Bank Limited.