সিলেটে অবৈধ গরুর হাট উচ্ছেদ

সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ১০:৩৬:০৭,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৯ভারতের সীমান্তবর্তী সিলেটের কানাইঘাটে সড়কের বাজার এলাকায় অবৈধ গরুর হাট উচ্ছেদ করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) ওই হাটে পুলিশ অভিযান চালিয়ে গরু বের করে দেওয়া হয়।
এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হলেও স্থানীয়রা এটিকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়দের অনেকে জানিয়েছেন, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া গড়ে ওঠা বাজারটিতে বেশিরভাগ গরু ভারত থেকে চোরাই পথে আসে। অবৈধ বাজার হওয়াতে স্থানীয়রা এখানে গরু তোলেন না।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, চোরাই গরু বিক্রির অভিযোগে বাজারটি উচ্ছেদ করা হয়েছে। যদিও উচ্ছেদের এখতিয়ার পুলিশ রাখে না, এটা উপজেলা প্রশাসনের কাজ। কিন্তু চোরাই গরু বিক্রির কারণে অপবাদ পুলিশের উপর আসছে। আর দুর্নাম রাখতে চাই না, তাই বাজার উচ্ছেদ করেছি।