সিলেটে আনজুমানের খেদমতে কুরআনের ত্রাণ বিতরণ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৪:১৩:০৮,অপরাহ্ন ২৬ জুন ২০২২আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ধারাবাহিক ত্রাণ তৎপরতার অংশ হিসেবে শনিবার নগরীর কুশিঘাট নয়াপাড়া বস্তি এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জালালাবাদ এর সম্পাদক, আনজুমানের অন্যতম সহ-সভাপতি ও ত্রাণ কমিটির আহ্বায়ক মুকতাবিস উন নূর।
আন্জুমানে খেদমতে কুরআনের সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদের সভাপতিত্বে, অফিস সম্পাদক মাওলানা ওলিউর রহমান সিরাজীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, আনজুমানের প্রকাশনা সম্পাদক ও ত্রাণ কমিটির সদস্য সচিব জাহেদুর রহমান চৌধুরী, আনজুমানের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলীম উদ্দিন, উপদেষ্টা আনোয়ার আলী, আনজুমানের সহকারী সেক্রেটারী ও ত্রাণ কমিটির সদস্য ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, সহ অফিস সম্পাদক আবদুল বাছেত মিলন, সমাজসেবী ইফতেখার আহমেদ, সমাজসেবক আহমদ মাসুদ ও ফরহাদ আহমেদ প্রমুখ।
ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, সিলেট জুড়ে ভয়াবহ বন্যায় আজ জনজীবন থমকে আছে। চারদিকে ত্রাণের জন্য মানুষের হাহাকার চলছে। এমতাবস্থায় নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের সহযোগিতায় সামর্থবানদের এগিয়ে আসতে হবে। অতীতের ন্যায় আনজুমানে খেদমতে কুরআন সিলেট বন্যাদূর্গতদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।