সিলেটে ওভারটেক করতে গিয়ে খাদে বাস, প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের

সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ৮:৫৯:১৩,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৯সিলেটে বাস খাদে পড়ে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। জেলার জকিগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জকিগঞ্জ উপজেলার বাবুর বাজার এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার হাইল ইসলামপুর গ্রামের নাসিমা বেগম, তার দুই বছরের মেয়ে রুহেনা ও মানিকপুর গ্রামের নূরজাহান বেগম।
ওসি নাসের বলেন, বাসটি সিলেট থেকে জকিগঞ্জ যাচ্ছিল। পথে অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
এ ঘটনায় বাসটির অন্তত ২৫ যাত্রী আহত হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি নাসের।