সিলেটে ক্বীন ব্রিজের নীচে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর !

উজ্জ্বল ধর
প্রকাশিত হয়েছে : ১০:২০:০৮,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯রবীন্দ্রনাথের সিলেট আগমনের শত বছর উদযাপনের নামে যা হচ্ছে তা নোংরামী ছাড়া আর কিছু নয়। রবীন্দ্রনাথ শতবছর পূর্বে সিলেট এসেছিলেন এটা ছিলো তৎকালিন সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। এতো ঘটা করে তা উদযাপনের কোন কারণ দেখি না। ছিমছাম কিছু একটা করা যেতো।
কিন্তু একদল লোক যারা সাহিত্য-সংস্কৃতি চর্চার ধারেকাছেও নেই তারা রবীন্দ্রনাথ দরদী হয়ে যা করলেন তাতে জন্ম দিলেন নানা বিতর্কের। ঢাক-ঢোল পিটিয়ে র্যালী হলো তাতে ব্যান্ড বাজলো নজরুল ইসলামের ‘চল চল চল…’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে নগরীর ক্বীন ব্রীজের নিচে অস্থায়ী প্রতিকৃতি নির্মাণ করা হয়। যেখানে বিশ্বকবিকে সবাই শ্রদ্ধা নিবেদন করবেন। নগরের এতো জায়গা থাকতে ভবঘুরে, গাঁজাখোরদের আড্ডাস্থল ক্বীন ব্রীজের নীচে রবীন্দ্রনাথের প্রতিকৃতি নির্মাণ করে আয়োজকরা তাদের অযোগ্যতার স্বার্থক প্রমাণ দিয়েছেন। এমনকি অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে রবীন্দ্রনাথের চেয়ে আয়োজকদের ছবিই বড় করে দেখানো হয়েছে! ভাগ্যিস কবিগুরু বেঁচে নেই, নইলে একদল মাথামোটা সুযোগসন্ধানী লোকের এমন কর্মকান্ডে লজ্জায় মুখ ঢাকতেন।