সিলেটে দু’সন্তানের জননী নিখোঁজ, সন্ধান কামণা

সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ১২:৩৩:১২,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৯সিলেট শহরতলির খাদিমপাড়া কল্লগ্রাম থেকে দুই সন্তানের জননী উধাও হয়ে গেছে। তাকে খোঁজে পাচ্ছেন না পরিবারের সদস্যরা। এ ঘটনায় শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ওই গৃহবধূর নাম সালেহা বেগম। বয়স ৩৭ বছর। দুই সন্তানের জননী কল্লগ্রামের সালেক মিয়া স্ত্রী। সিলেটের শাহপরাণ থানায় দায়ের করা সালেক মিয়ার জিডি সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে সালেহা বেগম কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান।
বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে জানান স্বামী সালেক মিয়া। তিনি জানান, নিখোঁজের সময় সালেহার গায়ে কালো রঙের বোরকা ছিল। কয়েক দিন ধরে সালেহা অসুস্থ ছিলেন।