সিলেটে প্রতিপক্ষের কিল-ঘুষিতে প্রাণ গেল একজনের

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১১:১০:৪৭,অপরাহ্ন ৩০ জুন ২০২২ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে মারামারিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের সেলিম মিয়া(৫৫)।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফেঞ্চুগঞ্জের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নুরপুর গ্রামে রুবেল মিয়ার সঙ্গে নিজ বাড়িতে কথা কাটাকাটি হয় সেলিম মিয়ার। এক পর্যায়ে রুবেল মিয়া ও আরো কয়েকজন সেলিমকে কিল-ঘুষি মারতে থাকেন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সেলিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।