সিলেটে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৭:৫৮:৩৯,অপরাহ্ন ২৬ মে ২০২২দ্রোহ, প্রেম ও চেতনার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম জয়ন্তী পালন উপলক্ষে ২৬ মে বৃহস্পতিবার বিকাল ৪টায় সিলেট নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গনে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
বিকাল ৫টায় বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে সিলেট জেলা শাখার সভাপতি রুহুল ইমলাম মিঠুর সভাপতিত্বে অডিটোরিয়াম প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় নেতৃবৃন্দ বলেন, কবির ‘বিদ্রেহী শতবর্ষ’ হিসেবে জাতীয় কবি নজরুলের ‘বিদ্রোহী কবিতা আর গান’ তার দেশ ও মানুষের প্রতি অনুরাগী বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সাংস্কৃতিক কর্মীরা যোগ দিলে সভাটি আরো প্রাণবন্ত হয়। সভায় কবি নজরুলের বিদ্রোহী কবিতার ধ্বনি এখনো শোষিত-বি ত মানুষের হৃদয়ে নাড়া দিয়ে জেগে রয়েছে। জাতীয় কবির মমত্ব ও মহত্ববোধে জাগ্রত কবির মহান আদর্শের প্রতীক হয়ে দেশ থেকে সকল অন্ধাকারাচ্ছন্ন বিদায় দিয়ে সুখী বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহবান জানানো হয়। আলোচনায় নেতৃবৃন্দ বলেন, ফ্যাশন দিয়ে নয়, মেধা দিয়ে প্রকৃত সমাজ গড়তে হবে।
শেষে জাতীয় কবি নজরুল ইসলামের জন্য দোয়া করা হয়। আলোচনা ও শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি এম ইজাজুল হক ইজাজ, নাঈম কোরেশী পলাশ, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, নির্বাহী সদস্য শাহারুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ড কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট মহানগর বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের মহিলা সম্পাদিকা কৃষ্ণা চক্রবর্তী, সিলেট জেলা শিশু একাডেমীর কম্পিউটার প্রশিক্ষক মোঃ আরিফুর রহমান, সিলেট নিউজ ২৪ ডটকমের চিত্রগ্রাহক আরিআন সজিব, ব্যবসায়ী আব্দুল কাদির, সংস্কৃতি কর্মী শান্তা সাহা, ওলি পাল, পাপড়ি রাণী দাস, মিতালী রাণী দাস প্রমুখ।