সিলেটে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত অর্ধশত

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৪:৪৪:১২,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৯সিলেটে বিএনপির মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।শনিবার (০৯ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শহরের নাইওরপুল ও মিরাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সদ্য ঘোষিত সিলেট যুবদলের কমিটি বাতিলের দাবিতে এ মিছিল বের করা হয়। শহরের মিরাবাজার থেকে বের হওয়া মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে রওয়ানা হয়। নাইওরপুল আসা মাত্র মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। এসময় নেতাকর্মীরা বাধা ডিঙিযে এগুতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। এক পর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিএনপির নেতারা জানান, পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে তাদের অর্ধশত নেতাকর্মী আহত হন।
এ বিষয়ে মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বলেন, বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনাটি সম্পর্কে তিনি কিছুই জানেন না।