সিলেটে বিয়ের আগের দিন লাশ হলেন লন্ডনি তরুণী

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৫:৫৯:০১,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০২২সিলেটের বিশ্বনাথে বিয়েবাড়িতে আনন্দের বদলে চলছে শোকের মাতম। বিয়ের একদিন পূর্বেই পুকুরে পড়ে লন্ডন প্রবাসী তরুণীর মৃত্যু নিয়ে পরিবার ও গ্রামবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
কনের বদলে বিয়ের গেট দিয়ে লাশ হয়ে বের হলেন ওই তরুণী। এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে পৌরসভার ৬নং ওয়ার্ডের চরচণ্ডী গ্রামের লন্ডন প্রবাসী ছুরাব আলীর বাড়িতে।
সোমবার সকালে পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় তার বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে রোকেয়া খাতুনের (২৬)।
রোকেয়া খাতুনের চাচা গোলাপ মিয়া জানান, যে গেট দিয়ে কনে সেজে বরের বাড়িতে যাওয়ার কথা সেই গেট দিয়ে লাশ হয়ে বের হয়েছে আমার ভাতিজি। বুধবার (৩০ নভেম্বর) অপর ভাতিজা সুয়েব আহমদের (২৮) সঙ্গে রোকেয়া খাতুনের বিয়ের দিন তারিখ ধার্য ছিল। বাড়িতে বিয়ের গেট, লাইটিংসহ নানা আয়োজনে অনেকটা ধুমধাম করে চলছিল আনন্দ উল্লাস।
মঙ্গলবার (২৯ নভেম্বর) ছিল গায়েহলুদ। আর এ বিয়ের জন্য গত ২৫ নভেম্বর শুক্রবার সপরিবারে তারা ভাতিজাকে নিয়ে দেশে ফিরেন। কিন্তু এর আগেই ২৮ নভেম্বর সোমবার সকালে বাড়ির পুকুরে পা পিছলে পড়ে যান রোকেয়া খাতুন। এরপর তার মা মরিয়ম খাতুন (৪৬) তাকে পানি থেকে তুলতে গিয়ে তিনিও পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়ে পড়েন। পরে রোকেয়া খাতুনকে পানি থেকে তুলে সিলেটের নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ের সকল আয়োজন সম্পন্ন হওয়ার পরও প্রবাসীর ওই বাড়িতে আনন্দের বদলে এখন নিরানন্দ বিরাজ করছে। পাশাপাশি পুরো গ্রামেই নেমে এসেছে শোকের ছায়া।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় অপমৃত্যু মামলা দায়েরের পর ওই রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।