সিলেটে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ৩:২৬:১৯,অপরাহ্ন ২৬ অক্টোবর ২০১৯সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, চেক জালিয়াতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, তার বিরুদ্ধে নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা রয়েছে। গত বছরের ২৬ ডিসেম্বর ওই মামলায় তাকে গ্রেফতার করা হলেও মামলাটিতে তিনি জামিনে রয়েছেন