সিলেটে রাতে পশুরহাট নিয়ে সংঘর্ষে ৮ জন হাসপাতালে

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১২:৪৭:৫৫,অপরাহ্ন ১০ জুলাই ২০২২সিলেট নগরের পাঠানটুলায় ‘অবৈধ’ গরুর হাটে নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে নগরের পাঠানটুলা পয়েন্টে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় দু’পক্ষের ছোড়া ইটপাটকেলে কয়েকজন আহত হয়েছেন।
এদিকে দুই পক্ষের সংঘর্ষে দীর্ঘ সময় বন্ধ থাকে মদিনা মার্কেট-আম্বরখানা সড়কের যান চলাচল। রাত সাড়ে ১০টার দিকে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, গত শুক্রবার থেকেই নগরীর পাঠানটুলা পয়েন্ট সংলগ্ন এলাকায় ইজারা না নিয়েই ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা কোরবানির পশুর হাঁট পরিচালনা করছিলেন।
শনিবার সন্ধ্যার পর স্থানীয় এক ব্যক্তি কোরবানির পশু কিনতে আসলে রশিদের নির্ধারিত টাকা নিয়েই শুরু হয় কথা কাটাকাটি। একপর্যায়ে এলাকাজুড়ে উত্তেজনা দেখা দেয়।
এ সময় ওই ব্যক্তির পক্ষ হয়ে মাঠে নামে এলাকাবাসী ও স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। এতে করে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। দীর্ঘ সময় চলে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় লোকজন।
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে সংঘর্ষে জড়ানো যুবকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, এডিসি গৌতম দেব, কোতয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ, জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, গরুর হাট বসানো কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে একপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।