সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা: হাজার কোটি টাকার সড়কের নিচে নেই মাটি!

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১০:০৮:২১,অপরাহ্ন ২০ জুন ২০২২সিলেটে চলছে স্মরণকালের ভয়াবহ বন্যা। এতে গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন বন্যাদুর্গতরা। এছাড়া বন্যার ফলে সিলেট-সুমানগঞ্জের অধিকাংশ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ভয়াবহ বন্যার ফলে দেশের ব্যস্ততম সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের অবস্থাও শোচনীয়।
বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় পর এবার ভাঙতে শুরু করেছে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়ক। পানির স্রোতে সরে যাচ্ছে সড়কের মাটি। এরই মধ্যে সিলেট-ভোলাগঞ্জ সড়কের হাবির দোকানের স্থানে রাস্তার নিচ থেকে মাটি সরে গেছে। ফলে যে কোন সময় বিচ্ছিন্ন হতে পারে এ সড়কে চলাচল। এতে যোগাযোগ ব্যবস্থার আরও বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানা গেছে, ২০১৬ সালের ৩১ মে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নিতকরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়। পরে ৪৪১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় ধরে ৩১ দশমিক ৭৭৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি ৩৪ মাস শেষে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময়ের ব্যাবধানে বেড়েছে নির্মাণ খরচ ও সময়।
পরে চুক্তির প্রায় পাঁচ বছর পেরিয়ে মহাসড়কের নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় সাড়ে ৭শ কোটি টাকা। এছাড়া ওয়েটস্কেল স্থাপনসহ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় সড়কের কাজ। আর নির্মাণ কাজ শেষে চুক্তি অনুযায়ী ৩ বছরের রাস্তা দেখভাল করার দায়িত্ব নেন স্প্রেক্টা ইন্টারন্যাশনাল কোম্পানির। তবে সে দায়িত্ব কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
মঙ্গলবার (২০ জুন) সড়কটি পরিদর্শন করেছেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের তত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত।
তিনি বলেন, বন্যায় সড়কটির নিচ থেকে মাটি সরে গেছে। আমরা সড়কটি যথা শিগগিরই মেরামতের উদ্যোগ নিয়েছি। ওখানে মাটি ভরাট করে রাস্তার পাশে বালির বস্তা দেওয়া হবে। আপাতত ভাঙন থেকে সড়কটি রক্ষায় উদ্যোগ নিচ্ছি। পানি কমলে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।