সিলেটে ৩ দিনের মাথায় ভাসলো বিলালের মরদেহ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৫:৪৮:২২,অপরাহ্ন ২২ জুন ২০২২বন্যায় নিখোঁজের ৩ দিনের মাথায় ভেসে উঠল নিখোঁজ বিলাল আহমদের (৪০) মরদেহ। বুধবার (২২ জুন) সকাল ১১টায় স্থানীয় নৌকা শ্রমিকরা সারী নদীর কামরাঙ্গী স্কুলঘাট এলাকায় বিবস্ত্র মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
বিলাল উপজেলার চারিকাট ইউনিয়নের দক্ষিণ কামরাঙ্গীখেল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুহিব মিয়ার ছেলে। তিনি চার সন্তানের জনক। স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে চারিকাটা ইউপি চেয়ারম্যান মো. সুলতান করিমকে জানালে তিনি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। গত রোববার (১৯ জুন) বিলাল নিখোঁজ হন। সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বন্যার পানিতে তলিয়ে বিলালের মৃত্যু হয়েছে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, উপজেলায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুন) মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়। বন্যা পরবর্তী সময়ে এ নিয়ে মোট তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।