সিলেট জেলা আ.লীগের সভাপতি প্রার্থী শেখ শহীদুল ইসলাম

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:৪৩,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলন। অনুষ্ঠেয় এ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী সাবেক ছাত্রনেতা শেখ শহীদুল ইসলাম।
তিনি এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন । বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক,উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য দলের জন্য সংগঠনের জন্য কিছু করতে চান। বর্তমানে বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য এই নেতাট আওয়ামীলীগ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্বনাথ উপজেলা যুবলীগের প্রতিষ্টাতা আহবায়ক ছিলেন।পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট ১ এর দুইবারের নির্বাচিত পরিচালক ছিলেন শেখ শহীদুল ইসলাম।
উল্লেখ্য, তিনি ২০০১সালের জাতিয় নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ইলিয়াস আলীর প্রতিদ্বন্ধি হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন। পরবর্তীতে সভানেত্রী শেখ হাসিনা’র নির্দেশে দলীয় প্রার্থী শাহ আজিজ কে সমর্থন করে নমিনেশন প্রত্যাহার করে তিনি দলের প্রতি আনুগত্য দেখান। তিনি ১৯৭১সালে মহান মুক্তিযোদ্ধে অন্যতম সংগঠক হিসেবে কাজ করেন।এরজন্য তিনি মনে করেন দল ও নেত্রী এবার আগামী সিলেট জেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হিসেবে তাকে মূল্যায়ন করবেন। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী।