ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় বিশ্বনাথ আ.লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৮:১৯:১৮,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৯ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো রফিক মিয়ার (৫৫)। আজ ৪ অক্টোবর সোমবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে তাজপুরের কদমতলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন আওয়ামী লীগ নেতা রফিক মিয়া। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক রফিক মিয়াকে মৃত ঘোষনা করেন।