সিলেট থেকে ঢাকা, প্যান্টের ভেতর থেকে বের হলো ২০ সোনার বার !

সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ৫:৩৮:৪৩,অপরাহ্ন ২৩ অক্টোবর ২০১৯হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরমান নামে এক ব্যক্তির প্যান্টের ভেতর বিশেষ কায়দায় রাখা ২০টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। ২০টি সোনার বারের ওজন আড়াই কেজি।
আজ বুধবার দুপুরে ২০টি সোনার বারসহ তাকে আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বিষয়টি সাংবাদিদকের নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বর্ণগুলো প্যান্টের বেল্টের নিচে ওয়েস্ট ব্যান্ডের ভেতর বিশেষ কায়দায় সেলাই করে রাখা ছিল। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য এক কোটি ২০ লাখ। ওই যাত্রী জেদ্দা থেকে সিলেট হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০২৩৬ ফ্লাইটে দুপুর পৌনে ২টায় ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে এপবিএন অফিসে এনে তল্লাশি করে বারগুলো উদ্ধার করা হয়।