সিলেট বোর্ডের মেধাবৃত্তির চেক বিতরণ শুরু ২৭ অক্টোবর থেকে

সুরমা নিউজ ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ১:০৪:২২,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দকৃত অর্থের ছেক ছাড় দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ২০১৮-১৯ অর্থবছরের এই বৃত্তির টাকা প্রতিষ্ঠান প্রধানগণ বোর্ডের হিসাব শাখা থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। তার মধ্যে সিলেট জেলার শিক্ষা প্রতিষ্ঠান ২৭ অক্টোবর, সুনামগঞ্জ জেলা ২৮ অক্টোবর, হবিগঞ্জ জেলা ২৯ অক্টোবর এবং মৌলভীবাজার জেলা ৩০ অক্টোবর চেক সংগ্রহ করতে বোর্ডের পক্ষ থে
কে বলা হয়েছে। তবে উত্তোলনের সময় চেক গ্রহিতাকে প্রাপ্তি স্বীকার পত্র দিতে হবে যা বোর্ডের ওয়েব সাইট থেকে ডাউনলোড করা যাবে।