সিলেট বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ২৯৯৬

সুরমা নিউজ ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ৭:৫৮:০৩,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৯জেএসসি ও জেডিসি পরীক্ষায় সিলেট বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ছিল দুই হাজার ৯৯৬ শিক্ষার্থী। তবে কেউ বহিষ্কার হয়নি। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ।
তিনি বলেন, তিনি বলেন, এবারের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল এক লাখ ৩৮ হাজার ১০৯ শিক্ষার্থী। কিন্তু অংশ নেয় এক লাখ ৩৫ হাজার ১১৩ জন। অনুপস্থিত ছিল দুই হাজার ৯৯৬ জন।
তিনি আরো বলেন, সিলেট জেলায় ৫৬ কেন্দ্রে ৫০ হাজার ১৪২ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৪৯ হাজার ১৮২ শিক্ষার্থী। হবিগঞ্জে ২৯ কেন্দ্রে ৩০ হাজার ১৯ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২৯ হাজার ১৭৬ জন, মৌলভীবাজারে ২৫ কেন্দ্রে ২৯ হাজার ২০৬ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৮ হাজার ৭০৯ জন ও সুনামগঞ্জে ২৯ কেন্দ্রে ২৮ হাজার ৭৪২ শিক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ৪৬ শিক্ষার্থী উপস্থিত ছিল।