সিলেট মোবাইল পাঠাগারের ৮০৭তম আসর অনুষ্ঠিত

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৪:৫৫:১৭,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০২৩প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান সিলেট মোবাইল পাঠাগারের (সিমোপা) ৮০৭ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর গত ২১ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬.৩০টার সময় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মোবাইল পাঠাগারের সহ-সভাপতি, হলিসিটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াতের সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক ছড়াকার আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার দেলোয়ার হোসেন দিলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক। সাহিত্য আসরে পঠিত লেখার উপর আলোচনা করেন গল্পকার মিনহাজ ফয়সল।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ ও বক্তব্য রাখেন কবি ছয়ফুল আলম পারুল, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, ছড়াকার কবির আশরাফ, গল্পকার ইমরান ইমন, কবি জেনারুল ইসলাম, বৃক্ষপ্রেমিক এম এ গফফার, কবি মকসুদ আহমদ লাল, কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, গীতিকার বাহা উদ্দিন বাহার, কবি জুবের আহমদ সার্জন, ছড়াকার ফতুল করিম হাসান, খালেদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।