সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ৯ কেজি গাঁজা আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:৪৮:৩০,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গাঁজাসহ আটক করেছে বিজিবি’র লাউরেরগড় বিওপি’র একটি টহল দল। কিন্তু এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৩১ হাজার ৫০০টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক মো. মাকসুদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।