সুনামগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় ৬ পুলিশ আহত

সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৯:১৬:০৪,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৯
সুনামগঞ্জের ছাতকে ওয়ারেন্টভুক্ত আসামি পাভেলকে ধরতে গিয়ে জনতার হামলায় এসআইসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। রোববার ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর ছড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় এসআই মোহাম্মদ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এসআই পিযুষ কান্তি দেবনাথ, কন্সটেবল ইকবাল হোসেন, দিদারুল আলম, আবদুল্লাহ আল মামুনকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর ছড়ারপাড় গ্রামের আসামি পাভেলকে আটক করতে গিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ এসআই পিযুষ কান্তি দেবনাথের নেতৃত্বে পাভেলকে আটক করা হয়।
পরে পাভেলের বাবা আনোয়ার হোসেন (৫৫) ও তার পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেন। এ সময় তার পরিবারের লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকলে স্থানীয় জনতা সঙ্গবদ্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল ও পাথর নিক্ষেপ করে। এতে এসআইসহ ৬ পুলিশ সদস্য আহত হয়। পুলিশ আত্মরক্ষার্থে ৩০ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইসলামপুর ইউপির চেয়ারম্যান আবদুল হেকিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ গ্রামের সহজ-সরল দিনমজুর ও স্কুলছাত্রসহ নিরপরাধ কয়েকজন লোককে পুলিশ ধরে নিয়ে যায়।
থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এ ব্যাপারে বলেন, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ধরতে গিয়ে ডাকাত ডাকাত বলে আসামির স্বজনরা পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক আনোয়ারসহ ১০ জনকে আটক করেছে। এসআই পিযুষ কান্তি বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।