সুনামগঞ্জে কচুরিপানায় ঢাকা যুবকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৩:৪২:১৭,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০১৯সুনামগঞ্জের জগন্নাথপুরে কচুরিপানায় ঢাকা মামুন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পাইলগাঁও ইউপির আলীপুর গ্রামের একটি খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক হবিগঞ্জের নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউপির মধ্যসমত গ্রামের আবদুল মালিকের ছেলে।
জগন্নাথপুর থানার ওসি ইকতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আলীপুরের পশ্চিমে একটি খালে কচুরিপানার মাঝে একটি হাত দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি থানায় অবহিত করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে।