সুনামগঞ্জে ভারতীয় বিড়িসহ চার চোরাকারবারি গ্রেফতার

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ২:৩৮:৪৭,অপরাহ্ন ২২ জুলাই ২০২২ভারতীয় বিড়ির চালানসহ সুনামগঞ্জের তাহিরপুরে চার চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার টেকেরঘাট সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামের মৃত লায়েছ মিয়ার ছেলে নোমানুল হক, একই গ্রামের মজলিশ মিয়ার ছেলে মুছা মিয়া, পার্শ্ববর্তী চরগাঁও গ্রামের জজ মিয়ার ছেলে শাহ আলম, আমবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে (নৌকা মালিক) নুরুল আমিন।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, উপজেলার টেকেরঘাট সীমান্তে ওখানকার স্থানীয় চোরাকারবারিদের নিকট ওই চক্রটি ভারতীয় বিড়ির চালান বিক্রির জন্য নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র বুধবার রাতে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই মো. সাইদুর রহমান টেকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই খায়রুল আলমসহ একদল পুলিশ ওই চক্রটিকে টেকেরঘাট নৌকা ঘাটে গ্রেফতার করে। এরপর তাদের হেফাজত থেকে কয়েকটি কার্টনভর্তি ৪২ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির বিড়ি জব্দ করে পুলিশ।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, এ চক্রটি দীর্ঘ দিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকায় ভারতীয় বিড়ি ক্রয়-বিক্রয়সহ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে ওই চার চোরাচালানিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।